ঢাকা, শনিবার, ১১ মে, ২০২৪

শাহজালালে খাবারের উচ্ছিষ্ট বক্স থেকে মিলল ৬০ সোনার বার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ক্যাটারিং সার্ভিসের গাড়ি থেকে ৬০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টায় ইউএস বাংলার যাত্রীদের খাবার সরবরাহকারী গাড়ির উচ্ছিষ্ট বক্স থেকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। 


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল ৭ টায় ইউএস বাংলার দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪২ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রীদের উচ্ছিষ্ট খাবারের বক্স গাড়িতে তোলার পর তল্লাশি চালিয়ে সেই বক্স থেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়। তারা জানান, উদ্ধার করা ৬০ টি সোনার বারের বাজার মূল্য চার থেকে পাঁচ কোটি টাকা। এ ঘটনায় আটক সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এদিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নিয়াজুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি চালানো হয়। এ ঘটনায় ইউএস বাংলার ক্যাটারিং সার্ভিসের কর্মীরা জড়িত বলে মনে হচ্ছে। 


অভিযানে সম্পৃক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ইউএস বাংলার উড়োজাহাজটি জব্দ করা হতে পারে।

ads

Our Facebook Page